কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে শালবন বিহারের পেছনে হাজী ভিলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুবির বাসটি হাজী ভিলা সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস চালকের সহকারী মোহাম্মদ রাকীব (১৯) আহত হন। তিনিই মাইক্রোবাসটি চালাচ্ছিলেন।
কুবির পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আজকের পত্রিকাকে বলেন, মাইক্রোবাস চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন। তাই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।