হোম > ছাপা সংস্করণ

দোয়া কবুলের ৬ মুহূর্ত

মুফতি আবু দারদা

দিনরাতের প্রতিটি মুহূর্তেই আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো—

১. সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯)

২. রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’ (বুখারি: ১১৪৫)

৩. সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)

৪. আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪)

৫. আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)

. জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন। আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ