হোম > ছাপা সংস্করণ

‘কিছুই গোপন রাখবেন না’ বুবলী

আবারও আলোচনা তুঙ্গে শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলীকে ঘিরে। সম্প্রতি একটি হীরার নাকফুল নিয়ে ঢালিউডের দুই নায়িকা অপু-বুবলী সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে নানা মন্তব্যে মুখর। প্রথম দিকে এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, বুবলীর সঙ্গে তাঁর কোনোরকম যোগাযোগই নেই। হীরার নাকফুলটি তিনি বুবলীকে দেননি। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।

শাকিব খানের এমন মন্তব্যের পর আর চুপ থাকতে চান না বুবলী। নিজের সম্মানের কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চান তিনি। এই বিষয়ে বুবলী বলেন, ‘কোনো কিছুই আর গোপন রাখব না। শিগগিরই সব প্রকাশ্যে আনব। আমাকে দু-এক দিন সময় দিন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিষ্কার করব। সব কথার উত্তর দেব।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। তবে বুবলীর সঙ্গে সম্পর্কটা পরিষ্কার করেননি শাকিব।

তাঁদের মধ্যে সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, সেটি নিয়ে চলছে নানা রকম চর্চা। বুবলী সংবাদ সম্মেলন করার পর হয়তো এই বিষয়ে কিছুটা খোলাসা হওয়া যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ