হোম > ছাপা সংস্করণ

ঘরের মেঝেতে যুবকের লাশ, আত্মগোপনে স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আবু সাইদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী হৃদয় বানু আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।

নিহত আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু সাইদ তাঁর প্রথম ঘরের স্ত্রী-সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। হৃদয় বানুর এর আগে বিয়ে হয়েছিল। ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তাঁরা দুজনে হুমায়নের বাড়িতে বাসা ভাড়া নেন। সেখানে হৃদয় বানু থাকতেন। মাঝে মধ্যে আবু সাইদ তাঁর কাছে যেতেন। বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় তাঁদের ঘরে যান। পরে আবু সাইদের লাশ দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে তাঁদের সাত মাসের একটি মেয়ে শিশু কাঁদছিল।

এ বিষয়ে ওসি মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ