আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফেনীতে ১০ জনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার শহরের রাজাঝির দিঘির পাড়ের রেড ক্রিসেন্ট কার্যালয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিগত তিন বছরে চলমান দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকিহ্রাস কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়া স্বেচ্ছাসেবকেরা হলেন শামছুল আরেফীন, মাঈন উদ্দিন সাহাগ, আবদুল হালিম জুলহাস, এমদাদুল হাসান, শারমীন আক্তার, আবদুল্লাহ আল মাহবুব, আবদুল্লাহ আল নোমান, কামরুল হাসান মাহিন, ইসরাত জাহান ও ইয়াসমিন আক্তার আরজু।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন উপস্থিত থেকে পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল, সনদপত্র ও টি-শার্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, জেলা ইউনিটের উপপরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, সাবেক যুব প্রধান মাজহারুল ইসলাম বাপ্পী, মোর্শেদ আলম, মঞ্জিলা মিমিসহ যুব ইউনিটের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, করোনায় কাজ হারানো দুস্থ অসহায় পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবনবাজি রেখে কাজ করে গেছেন এই স্বেচ্ছাসেবকেরা। করোনাকালীন বিনা মূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স পরিষেবাও দেন তাঁরা। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ক্রান্তিকালে নানাবিধ সচেতনতা সৃষ্টিতেও তাঁরা কাজ করে যাচ্ছেন।