বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং বিশ্বজুড়ে আলোচিত দক্ষিণ এশিয়ার এমন ১০ ছবির তালিকা করেছেন মীনাক্ষী সিদ্দে। বিশ্বখ্যাত এই চলচ্চিত্র সমালোচক বর্তমানে বার্লিন চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার উপদেষ্টা। সমালোচক হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পাওয়া মীনাক্ষী বিশ্বের বিভিন্ন উৎসবে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে লেখালেখি করেন ভ্যারাইটি, স্ক্রিন ডেইলি, ফোর্বস, মিড ডে, সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
প্রথম স্থানে রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এটি কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে আন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে অংশ নেয়। ছবিতে আজমেরী হক বাঁধন মেডিকেল কলেজের একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন। নারী নির্যাতন এবং তার প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি এই ছবিতে ফুটে উঠেছে। বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি।
পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানি ‘মোলাকাত’। ছবিটি পরিচালনা করেছেন সিমাব গুল। যুক্তরাজ্য, পাকিস্তান, আর্জেন্টিনা—তিনটি দেশের কলাকুশলীরা কাজ করেছেন এই ছবিতে।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান পরিচালক আনাম আব্বাসের পরিচালনায় ‘দাগ দাগ উজালা’ ছবিটি আছে এই তালিকার ষষ্ঠ স্থানে।
অষ্টম স্থানে আছে সানজীওয়া পুষ্পাকুমারার পরিচালনায় শ্রীলঙ্কার ‘আসু’, নবম স্থানে হামজা বাংগাস পরিচালিত পাকিস্তানের ‘ভাই’ এবং দশম স্থানে কেলজাং দর্জি পরিচালিত ভুটানের ছবি ‘হোয়াই ইজ দ্য ডার্ক অ্যাট নাইট’।