হোম > ছাপা সংস্করণ

ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি

ভারত সরকারের দেওয়া আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্স উপহার পেয়েছে পঞ্চগড় পৌরসভা। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত রাজশাহী বিভাগের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী এই অ্যাম্বুলেন্স এবং প্রতীকী চাবি পৌরসভার মেয়র জাকিয়া খাতুনের হাতে তুলে দেন।

পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, পঞ্চগড় চেম্বারের সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, কাউন্সিলর লুৎফর রহমান প্রমুখ মাঝে বক্তব্য দেন। এ সময় পৌরসভার কাউন্সিলররা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী বলেন, ‘প্রায় দেড় কোটি টাকা দামের অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি কোনো ডোনেশান নয়, এটি ভারত সরকারের পক্ষ থেকে একটি উপহার। আগামী পাঁচ বছর এর রক্ষণাবেক্ষণেও সহায়তা করবে ভারতীয় হাই কমিশন।’

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন স্বরূপ দুই দেশ এক যোগে কাজ করছে। ১৯৭১ সালে দুই দেশ একযোগে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। ভারত সহযোগিতা না করলেও হয়তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ