সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার বাবুর বিরুদ্ধে। ইউনিয়নের বৌসেরহাট এলাকায় গতকাল রোববার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। প্রার্থী নুরুজ্জামান বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রার্থী নুরুজ্জামান অভিযোগ করেন, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গতকাল ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বৌসেরহাট এলাকায় নেতা-কর্মীদের নিয়ে যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ শাহরিয়ার বাবুসহ তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। এতে মো. সুমন, বুলবুল, সোহেলসহ ৭ জন আহত হলে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ শাহরিয়ার বাবু বলেন, তাঁর সামনে এমন কোনো মারামারি হয়নি।
বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি।