সিরিয়ার পূর্বাঞ্চলে গত মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের সহায়তাপুষ্ট স্থানীয় সশস্ত্র বাহিনীর অন্তত নয়টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাংকারে গোলাবারুদ রাখা হতো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার দেশটির কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো এসব কথা জানিয়েছেন।
বিবৃতিতে জো বুচিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাদের রক্ষা করতেই এ ‘নির্ভুল’ হামলা চালানো হয়েছে। ইরানের সহায়তাপুষ্ট সশস্ত্র বাহিনীর ১৫ আগস্টের বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় কেউ নিহত হয়নি।
২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ২০১৪ সাল সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। তাঁরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। অন্যদিকে, সেখানে আইএসের বিরুদ্ধে কিন্তু আসাদের পক্ষে যুদ্ধ করছেন রুশ ও ইরানি সেনারা।