করোনা মোকাবিলায় সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের রাজনৈতিক দল বারসাতুর বিরুদ্ধে। এ অভিযোগের পর গতকাল বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ ও ২০২১ সালে ১৭ মাস দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় দেশটিতে করোনার সংক্রমণ ছিল ভয়াবহ। বর্তমানে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তবে মুহিউদ্দিনকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানায়নি এমএসিসি। এর আগে গত বুধবার সাবেক এ প্রধানমন্ত্রী ফেসবুক পোস্টে জানান, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনিও জানাননি কেন ডাকা হয়েছে। এরপর গতকাল এমএসিসির কার্যালয়ে যান তিনি।
বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি মুহিউদ্দিন।
বিভিন্ন অভিযোগের পর গত মাসেই মুহিউদ্দিনের দল বারসাতুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে এমএসিসি। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দলটির দুই নেতাকে।