কিশোরগঞ্জের অষ্টগ্রামের বৈদ্যুতিক খুঁটির চারপাশের মাটি সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে এক জমির মালিকের বিরুদ্ধে। উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামের এ ঘটনায় ছয় দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ কবে স্বাভাবিক হবে, তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।
বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন ইকুরদিয়া জেলেপল্লির কয়েক হাজার মানুষ। তবে উপজেলা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি অষ্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইকুরদিয়া লঞ্চঘাট বাজার-সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির চারপাশ থেকে মাটি সরিয়ে ফেলেন এক জমির মালিক। খবর পেয়ে অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আঞ্চলিক কার্যালয় বড় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ঊর্ধ্বতন কার্যালয়কে বিষয়টি জানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত টানা ৬ দিন ইকুরদিয়া জেলেপল্লিতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়াসহ স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। এ কারণে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেপল্লির বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অষ্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আল আমিন সরকার বলেন, খুঁটির চারপাশের মাটি সরিয়ে ফেলায় বিদ্যুৎ সরবরাহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে।