বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মন্নান মৃধাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের প্যাডে দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত রোববার বিষয়টি জানানো হয়েছে।