বাগেরহাটের মোল্লাহাটে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আলফাজ মোল্লা (১৯) নামে এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। আলফাজ মোল্লা উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার রাত ৭টার দিকে উপজেলার জয়ডিহি মা ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. রুহুল আমিন মোল্লা বাদী হয়ে আলফাজ মোল্লাসহ অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আলফাজ মোল্লাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। আসামিকে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানান, মোটরসাইকেলের মালিক মো. রুহুল আমিন মোল্লা সোমবার রাত ৭টার দিকে মোল্লাহাটের জয়ডিহি মোড় পার হয়ে মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুজন তাঁর গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আলফাজ মোল্লাকে কাহালপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে আটক করে।