হোম > ছাপা সংস্করণ

বীর নিবাস পাচ্ছেন ৯ বীর মুক্তিযোদ্ধা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ পাচ্ছেন বেতাগী উপজেলার ৯ জন বীর মুক্তিযোদ্ধা। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বীর নিবাসের নির্মাণকাজের প্রক্রিয়া শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি নিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৭ টাকা।

জানা যায়, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের বাছাই করা ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের উত্তরাধিকারীদের বসবাসের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দেবে সরকার। একই আদলে নির্মাণ করা এসব বাড়ির নাম হবে ‘বীর নিবাস’।

বেতাগী উপজেলায় বীর নিবাস পাওয়া ৯ জন বীর মুক্তিযোদ্ধা হলেন রেজাউল করিম ফারুক, মালেক মিয়া, মো. শাহআলম, মো. কবির, শাহজাহান হাওলাদার, শামছুল আলম, মজিদ মৃধা, সুলতান হোসেন ও মোসলেম আলী খান।

বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের একটি পাকা একতলা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। একতলা বাড়িটির আয়তন হবে ৬৩৫ বর্গফুট। বাড়িটিতে দুটি শয়ন কক্ষ, দুটি শৌচাগার, বৈঠকঘর, খাবার ঘর ও রান্নাঘর থাকবে। প্রতিটি বীর নিবাসের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৭ টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঠিকাদারের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের উত্তরাধিকারী স্ত্রী–সন্তানদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। বেতাগীতে প্রথম পর্যায়ে ৯টি বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ