হোম > ছাপা সংস্করণ

আরও ২০ জন শনাক্ত তবু স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছায় তিন মাস পর ফের করোনাভাইরাসে আক্রান্তের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। গতকাল শনিবারও ২০ জনের শরীরে এ ভাইরাসের সন্ধান মিলেছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হন যা শতকরা হিসাবে ৫৩ ভাগ। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় সংক্রমণ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হলেও তেমন কোনো সচেতনতা চোখে পড়েছে না। অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ জনের মধ্যে ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে। গতকাল শনিবার ৪০ জনকে পরীক্ষা করে ২০ জন করোনা পজিটিভ হন। এর আগে ৪০ জনের স্বাস্থ্য পরীক্ষা করলে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদুল আলম বলেন, ‘শনাক্তদের করোনার ভ্যারিয়েন্ট জানার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তেরা সবাই হালকা অসুস্থ হওয়ায় তাঁদের চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ইদ্রিস আলী বলেন, ‘উপজেলায় করোনার রোগীর সংখ্যা বেড়ে গেলেও আমাদের অধিকাংশের মধ্যে কোনো সচেতনতা নেই। এমনকি অনেকে মাস্কও মুখে দিচ্ছেন না। এর খেসারত সবাইকে দিতে হতে পারে।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, ‘করোনা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। মানুষকে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ সব বিধি-নিষেধ মেনে চলতে বাধ্য করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ