বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিসিএসের দিকে বেশি ঝুঁকছে। আমাদের শুধু বিসিএস নিয়ে চিন্তা করলে হবে না, গবেষণার দিকেও ঝুঁকতে হবে। গবেষণা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। বাকৃবির শিক্ষক ও গবেষকেরা করোনার মধ্যেও গবেষণাকাজ চালিয়ে গেছেন। এর কারণেই বাকৃবি বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।’
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম সম্মেলনকক্ষে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) গবেষণা অগ্রগতিবিষয়ক বার্ষিক কর্মশালার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
ড. লুৎফুল হাসান বলেন, ‘বাকৃবির কোনো শিক্ষক গবেষণা প্রকল্প ছাড়া থাকবে না, সব গবেষককে পয়লা জুলাই থেকে প্রকল্পের আওতায় আনা হবে। এসব প্রকল্প গবেষণা খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ দেশ যাতে ৩০ কোটি মানুষকে খাওয়াতে পারে, সেই চিন্তা করে গবেষণা চালিয়ে যেতে হবে। অধিক পরিমাণ মাছ যেন রপ্তানি করতে পারি, সে অনুযায়ী কাজ করতে হবে।’
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।