জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপরে পাঁচবিবি স্টেশন সংলগ্ন ইমারত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছায়েম উদ্দিন সরদার। অনুষ্ঠানে মোবাইল ফোনে ভার্চুয়াল বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল, সাবেক পৌর আওয়ামী লীগের সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, পৌর স্বোচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রব্বানী ইস্তি, সম্পাদক মোশাইদ আল-আমিন সাদ প্রমুখ।