মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আলী (১৭) নামে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বুধবার মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাব্বিরের প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারম খেলা নিয়ে সাব্বির আলী ও একই গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে এ নিয়ে উভয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সাব্বির গুরুতর আহত হয়। পরে সাব্বিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকালে তার মৃত্যু হয়।
সাব্বিরের দাদা জলিল মিয়া বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমাদের বসতঘরের সামনে প্রতিবেশী কয়েকজন কিশোর ক্যারম খেলছিল। এ সময় সাব্বিরের ছোট ভাই খেলতে চাইলে অন্য এক কিশোর তাকে গালিগালাজ করে। সাব্বির এ বিষয়ে কৈফিয়ত চাইলে তার ওপর ক্ষিপ্ত হয় অন্যরা। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে কয়েকজন নারী লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালান। এতে সাব্বির, তার চাচা শাহিন, শাহিনের বাবা জলিল মিয়া আহত হন। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর বলেন, এ ঘটনায় জড়িত দুই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা প্রাথমিকভাবে সাব্বির হত্যার কথা স্বীকার করেছেন। মামলা প্রক্রিয়াধীন।