কিশোরগঞ্জের তাড়াইলের সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে আগামীকাল বুধবার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপজেলার সদর (সাচাইল) ইউপিতে দ্বিতীয় ধাপের নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পাওয়া দুজন পুরুষ সদস্য সমান ভোট পান। ফলে ওই পদে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। এ জন্য ওই ইউনিয়নের একটি ওয়ার্ডের ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৪ নভেম্বর)।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ পুরুষ সদস্য পদে দুই প্রার্থীকে ৩ গ্রামের ২ হাজার ৯৬৯ জন ভোটার ফের ভোট দেবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ পুরুষ সদস্য দুই প্রার্থী মো. ফারুল মিয়া (মোরগ) এবং ফাইজুল ইসলাম (ফুটবল)। তাঁরা দুজনেই ৮১৫টি করে ভোট পেয়েছেন। ভোট সংখ্যা সমান হওয়ায় কাউকেই বিজয় ঘোষণা করেননি নির্বাচনী কর্মকর্তা।