পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে আটক করেছে পুলিশ।
গত বুধবার মাদক বিরোধী অভিযানে সরুলিয়া গ্রামের মো. ছিদ্দিক গাজীকে (২৬) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপর দিকে থানার যুগিপুকুরিয়া গ্রামের জিআর পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আ. সোবহান (৬০) কে আটক করে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।