যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা ও পরাজিতদের সান্ত্বনা দিবে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার উপজেলা ডাক বাংলোতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে সভায় উপস্থিত দলের সহসভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, সেলিম রেজা, জুলফিকার আলি, জাফিরুল হক, একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর শরীফ সাকী, ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু প্রমুখ।
সভায় সিন্ধান্ত নেওয়া হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের নির্বাচিতদেরকে আগামী বুধবার সংবর্ধনা দেওয়া হবে। আর যারা নৌকা প্রতীক পেয়ে পরাজিত হয়েছেন তাঁদেরকে বাড়ি গিয়ে সান্ত্বনা দেওয়া হবে।