আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চোটে পড়েছিলেন আন্দ্রে রাসেল। গুঞ্জন শোনা যাচ্ছিল, গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুযোগ পেতে পারেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত একাদশে সুযোগ হয়নি সাকিবের। বাংলাদেশের অলরাউন্ডার টানা একাদশের বাইরে থাকলেও কলকাতা নাইট রাইডার্স অবশ্য জয়ে ফিরেছে।
শারজায় লো-স্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে কলকাতা হারিয়েছে ৩ উইকেটে। কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করে দিল্লি। ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দুবারের আইপিএল শিরোপা জয়ীরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা সুনীল নারাইন।