হোম > ছাপা সংস্করণ

বদরগঞ্জে সরলেন না পাঁচ বিদ্রোহী প্রার্থী

বদরগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত। তবে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীর কেউই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী প্রচারের মাঠে নামার কথা জানিয়েছেন তাঁরা।

এদিকে, বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জয় অনেকটাই কঠিন হয়ে পড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১০ ইউপিতে ভোট। আওয়ামী লীগ ১০ ইউপিতেই নৌকার প্রার্থী দিয়েছে। এর মধ্যে দামোদরপুর, রাধানগর, গোপীনাথপুর ও গোপালপুর ইউনিয়নে নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। তাঁরা জয়ের সম্ভাবনা দেখে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।’ ওই নেতা বলেন, ‘বিদ্রোহীদের সঙ্গে উপজেলার কিছু নেতা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা গোপনে ও প্রকাশ্যে কাজ করছেন।’

জানা গেছে, দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে বিদ্রোহী প্রার্থী হয়েছেন গোপালপুর ইউনিয়নে ছামসুল হক, লোহানীপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, গোপীনাথপুরে মাহমুদুল হাসান সুমন, রাধানগরে আবু বক্কর সিদ্দিক ও বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন হিরা এবং দামোদরপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক আলাল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, ‘বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য অনেক চেষ্টা করেছিলাম। তাঁরা কেউ কথা শুনলেন না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ