রয়টার্স, রোম
জি২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময়, অকাস চুক্তিতে যুক্তরাষ্ট্রের অবস্থা ‘আনাড়ির’ মতো ছিল বলে মাখোঁকে জানান বাইডেন।
আর বৈঠকের পর মাখোঁ বলেছেন, ‘বিশ্বাস ভালোবাসার মতো, তা অর্জন করতে হয়। ঘোষণা দেওয়া ভালো, তবে তা করে দেখানো আরও ভালো।’