সিলেট প্রতিনিধি
বিজয়ের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট নগরীতে গতকাল বুধবার বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখা।
শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগের নেতারা।