হোম > ছাপা সংস্করণ

জয়পুরহাটে স্বস্তি ফিরেছে সবজির বাজারে

জয়পুরহাট প্রতিনিধি

সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে দু-একটি সবজির দাম একই থাকলেও কাঁচামরিচসহ বেশির ভাগ সবজির দামই কমেছে। জানা গেছে, ফলন ভালো হওয়ায় এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ হওয়ায় এগুলোর দাম কমেছে। সাত দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে।

পূর্ব বাজারের সবজি বিক্রেতা সানোয়ার হোসেন জানান, সাত দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কমেছে। সাত দিন আগে প্রতি কেজি পটোল বিক্রি হয়েছে ৪০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ১০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৬০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আরেক বিক্রেতা সাকিব হাসান জানান, এবার ফলন ভালো হয়েছে। এদিকে বাজারে পর্যাপ্ত সবজির আমদানিও হয়েছে। সে জন্য সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।

এদিকে সপ্তাহ ব্যবধানে গাজরের দাম কেজিতে কমেছে ১০০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি গাজর বিক্রি হয়েছে ২০০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে গত সপ্তাহে ১৬০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্রতি কেজি মুলা বিক্রি হয়েছে ৪০ টাকায়। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০ টাকায়।

কাঁচামরিচ ৪০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সাত দিন আগে যা ছিল ১০০ টাকা।

পূর্ব বাজারের সবজি কিনতে আসা জয়পুরহাট সদরের ধানমন্ডির শারমিন জানান, ‘সাত দিনের ব্যবধানে সবজির দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। তবে তেল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত সপ্তাহে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৫০ টাকায়। আর এখন তা কিনতে হচ্ছে ২০০ টাকায়। তেলের দাম কমানোর ক্ষেত্রে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ