হোম > ছাপা সংস্করণ

মানিকগঞ্জে কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের ১০ ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে আজ রোববার। এরই মধ্যে গতকাল শনিবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার ব্যতীত সব নির্বাচনী সরঞ্জাম। আজ রোববার ভোরে পৌঁছেছে ব্যালট পেপার।

গতকাল শনিবার সকাল ১০টায় ১০টি ইউনিয়নে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদ হোসেন খান। এ সময় তিনি বলেন, মানিকগঞ্জ সদর উপজেলায় ১০টি ইউনিয়নে কেন্দ্র ৯০টি ও বুথ রয়েছে ৪৮৩টি। এই ৯০টি কেন্দ্রের জন্য ৫ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৪৮৩টি বুথে ৯৬৬ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রে ৭ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে।’

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘পুলিশের আলাদা টিম তো থাকবেই। এ ছাড়া ১৩ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনকে সুষ্ঠু রাখতে দায়িত্ব পালন করবেন। কেউ যদি নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করে, তাহলে স্পটে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।’

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র‍্যাবসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া আছে। অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই সব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ