দানাদার ফসল নিয়ে গবেষণা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। পুষ্টি সমৃদ্ধ অপ্রধান দানাদার ফসলের গবেষণা কার্যক্রমের ওপর মাঠ দিবসে এ কথা বলেন বক্তারা। গতকাল রোববার বাবির উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষণা মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসের উদ্বোধন করেন মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বারির প্রটোকল কর্মকর্তা আল আমিন জানান, ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগে বর্তমানে বার্লি, কাউন, ওট, রাঘী, সরগম, চিয়াসহ ১৪টি অপ্রধান কিন্তু অধিক পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলছে। এই ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষের উপযোগী। ফসলগুলো চাষ করলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হবে।
বারির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোবারক আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মোছাম্মৎ সামছুন্নাহার, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. সাইফুল ইসলাম, উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিয়ার রহমান প্রমুখ।