হোম > ছাপা সংস্করণ

মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীর বিক্রমের সন্তানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর, মরহুম আবদুস সবুর খান বীর বিক্রমের স্ত্রী রাবেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব, মো. ওমর ফারুক বিপ্লব, মো. রাশেদ খান, নাহিদ খান, মো. আতিকুর রহমানসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবেয়া বেগম বলেন, গত শনিবার সদর উপজেলার করটিয়া এলাকায় তাঁর বড় ছেলে শাহাদৎ হোসেন খানের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রোববার শাহাদৎ হোসেন খানের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে করটিয়ার ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ