লাল শাপলা বাঁচাতে কেন্দ্রী বিলে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু হয়েছে। ৬ লাখ ৯০০ টাকা ব্যয়ে গত শনিবার এই বাঁধ নির্মাণকাজ শুরু হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ কাজের সার্বিক তত্ত্বাবধান করছেন।
জানা গেছে, লাল শাপলা বিলগুলো সুরক্ষা ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবিতে অনেক দিন ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভূমি সন্তান সিলেট, জৈন্তাপুর পুরাকীর্তি সংরক্ষণ ও উন্নয়ন কমিটি এবং জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি আন্দোলন করে আসছে।
এরই প্রেক্ষিতে কেন্দ্রী বিলের জমি রক্ষাসহ লাল শাপলা সুরক্ষায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন বাঁধ নির্মাণ কার্যক্রম হাতে নেয়। কেন্দ্রী বিলের পশ্চিম অংশে ১২ ফুট প্রশস্ত একটি বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। বাঁধ নির্মাণ হলে কেন্দ্রী বিলের একাংশ সুরক্ষা হবে। আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত লাল শাপলা দেখতে পাবেন পর্যটকেরা। গত বছর বিলের উত্তর ও পূর্বাংশের রাস্তা ও বাঁধ এবং ব্রিজ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণ শেষ হলে পর্যটকেরা নৌকার পাশাপাশি পায়ে হেঁটে বিলটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা মো. খায়রুল ইসলাম বলেন, ‘লাল শাপলা বিল রক্ষার জন্য আমাদের আন্দোলনের ফল হিসেবে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। উপজেলা প্রশাসন সহ মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।’
ইউএনও নূসরাত আজমেরী হক বলেন, বিলটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বিলের বাঁধে পায়ে হেঁটে প্রাকৃতিক পরিবেশে বিলের সৌন্দর্য পর্যটকেরা উপভোগ করবেন।