কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত অক্টোবরে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি মামলায় ২২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আনুমানিক ১৫ লাখ ৪৩ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন। এ ছাড়া থানা-পুলিশ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা-পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল–হাজতে পাঠিয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৪৬ বোতল ফেনসিডিল, ২৪৪২টি ইয়াবা বড়ি, ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ ও বিদেশি ২৩ বোতল মদ জব্দ করেছেন। যার বাজার মূল্য ১৫ লাখ ৪৩ হাজার টাকা।
এ ছাড়া পুলিশ মাদকসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ জন, পরোয়ানাভুক্ত ২১ জন ও নিয়মিত মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার বলেন, এ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।