হোম > ছাপা সংস্করণ

লাল শাপলার বিলে আছে সাদা-বেগুনিও

সাইফুল আলম তুহিন, ত্রিশাল

অপরূপ সাজে সেজেছে ময়মনসিংহের ত্রিশালে লাল শাপলার বিল। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে এই লাল শাপলা। মাঝেমধ্যে দেখা যায় সাদা আর বেগুনি শাপলাও। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।

জানা গেছে, প্রায় দু শ একর জায়গার বিশাল এই বিলের যে অংশে শাপলা ফুটেছে, সেখানে পর্যটকদের যেতে বিড়ম্বনায় পড়তে হয়। ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় অনেক পথ হেঁটে যেতে হয়। উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বের পথ এই বিল। 
এদিকে স্থানীয়ভাবে সৌন্দর্য রক্ষায় বিলে ফুল তোলা নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউ। এতে সৌন্দর্য হারাচ্ছে শাপলার বিলটি। এখানে ঘুরতে আসা মানুষকে সহযোগিতা করছেন স্থানীয়রা। তাদের ধারণা, বিলটিতে দর্শনার্থীদের আগমনে ত্রিশাল উপজেলার নতুন একটি দর্শনীয় স্থানের সূচনা করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার বিন হামিদ বলেন, ‘চেচুয়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। দেখলে মনের ভেতর অন্যরকম প্রশান্তি কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী, শিক্ষকেরা আসছেন জায়গাটি দেখতে। তবে এখানে পৌঁছাতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক।’

বিলের শাপলা ফুল দেখতে আসা নাফিজ মাহমুদ সাদিক বলেন, ‘সত্যি অসাধারণ একটি জায়গা। শাপলা ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এবং পর্যাপ্ত প্রচার পেলে এটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘যোগদানের পরই শুনেছি চেচুয়া বিলের কথা। তবে এখানে লাল শাপলার সমাহার যেকোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করে।’ চেচুয়া বিলের সৌন্দর্য ধরে রাখা ও পর্যটকদের নিরবচ্ছিন্ন প্রকৃতি উপভোগের জন্য সব ধরনের সহযোগিতা ও পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ