শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মা নদীতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রাকিবুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগ এই অভিযান চালায়। এ সময় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে ১ বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ১ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।