মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ হাজার দরিদ্র মানুষের মধ্যে সরকারিভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সারা দেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা শুরু করেছে। এর ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে প্রথম দফায় ৫ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) শামীম অর রশীদ তালুকদার প্রমুখ।