বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর তিন শিশুকন্যার জিম্মা নিয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ১৪ নভেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট। গতকাল রোববার উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আর ওই সময় পর্যন্ত আগের সিদ্ধান্ত অনুযায়ী মা ২৪ ঘণ্টা শিশুদের সঙ্গে থাকতে পারবেন। আর বাবা দিনের বেলা দেখা করতে পারবেন বলে জানান আদালত।
আদালতে ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ। এরিকো নাকানোর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গতকাল শুনানিতে ফিদা এম কামাল বলেন, শিশুরা তাদের মায়ের সঙ্গে যেতে চায় না, বাবার সঙ্গে থাকতে চায়। এরই মধ্যে তারা বাংলাদেশের স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছে। সেখানে ফেরত গেলে জাপানি আইন অনুযায়ী বাবার জন্য ক্ষতির কারণ হবে।
শিশির মনির বলেন, শিশুদের বিষয়ে জাপানি আদালতের রায় আছে। সবারই উচিত রায়ের প্রতি সম্মান দেখানো। জাপান গিয়ে শিশুদের লেখাপড়াসহ সবকিছু করা দরকার। এটাই তাদের জন্য কল্যাণকর। এ জন্য শিশুরা মার সঙ্গে বা বাবা–মা দুজনের সঙ্গেও জাপান যেতে পারে। আর এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিলে সেটা বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হবে।