নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলার অন্যান্য ইউপির মতো এই ইউপিতেও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি (আজ) ভোট হওয়ার কথা ছিল।
সময়মতো মনোনয়নপত্র জমা দিতে না পারায় নোয়াখলা ইউপিতে পঞ্চম ধাপের ভোটগ্রহণ স্থগিত রাখতে চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহীম খলিল সোহাগ উচ্চ আদালতে রিট করেন।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতের ওই আদেশের বিরুদ্ধে অন্য প্রার্থীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ১০ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।