হোম > ছাপা সংস্করণ

চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি

চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের ডাইনিং কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এ মিছিল শুরু হয়। শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে গিয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাইনিং হল কর্মচারী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন খন্দকার বলেন, ‘গত দুই বছর আগে সাড়ে তিন হাজার ছাত্রের সই নিয়ে প্রশাসনের কাছে আমরা আবেদন করি। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ ব্যাপারে কমিটি গঠন হয়েছে। এর ভিত্তিতে আমাদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয় আমাদের সবাইকে চাকরি দেওয়া হবে। একজনও বাদ যাবেন না। কিন্তু এত দিন পরেও আমাদের চাকরি স্থায়ী হল না।’

তিনি আরও বলেন, ডাইনিং সার্ভিসের মেয়াদ ৩২ বছর। এটি ৪০ বছর করতে হবে। অবসরের বয়স ৫৫ থেকে ৬০ বছর করতে হবে। এ ছাড়া অবসরকালীন ভাতাও বাড়াতে হবে।

সমাবেশে কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির জাবির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ডাইনিং কর্মচারীদের জীবনের নিরাপত্তা অনিশ্চিত করে, অস্থায়ী চাকরির ফাঁদে রেখে প্রশাসন নীরবে অন্যায় করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাবি ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক কনোজ কান্তিসহ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ