হোম > ছাপা সংস্করণ

সুতার ঘোষণায় এল কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার মিথ্যা ঘোষণায় সুতার বদলে চট্টগ্রাম বন্দরে এল রাসায়নিক (কেমিক্যাল)। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স ইউনিট (এআইআর) ইউনিটের ডেপুটি কমিশনার (ডিসি) শরফুদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ময়মনসিংহের আমদানিকারক পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড চীন থেকে বন্ড সুবিধায় শতভাগ পলিস্টার ইয়ার্ন ঘোষণায় পণ্য আমদানি করে। তাদের চালানটি খালাসের উদ্দেশ্যে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট রাসেল গার্মেন্ট ৬ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। চালানটি সন্দেহ হওয়ায় কাস্টমসের এআইআর ইউনিট সেটি আটক করে।

পরে গত ৯ ডিসেম্বর শতভাগ কায়িক পরীক্ষায় জানা যায়, চালানটিতে শতভাগ পলিস্টার ইয়ার্নের পরিবর্তে ২৪৭ বস্তা কেমিকেলজাতীয় পণ্য রয়েছে। এর নিট ওজন ৯ দশমিক ৮৬ টন। ওই পণ্য পরীক্ষার জন্য কাস্টমসের রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্য চালানটিতে শুল্কমুক্ত (বন্ড) সুবিধায় ২৫ টন পলিস্টার ইয়ার্ন ছিল। যার মূল্য ৪১ হাজার ৫৬০ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ ৬৪ হাজার ৯৭১ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের এআইআর উপস্থিত হয়ে ঘোষণা অনুযায়ী পণ্যের পরিবর্তে রাসায়নিক জাতীয় পণ্য আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন। চালানের বিল অব এন্ট্রি এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ব্লক করা হয় বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ