বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
১. পদ্মা সেতুর স্প্যান-সংখ্যা কতটি?
উত্তর: ৪১টি।
২. পদ্মা সেতুর পিলার/পিয়ার-সংখ্যা কতটি?
উত্তর: ৪২টি।
৩. পদ্মা সেতুর পাইলের সংখ্যা কতটি?
উত্তর: ২৯৪টি।
৪. পদ্মা সেতু নির্মাণের উপাদান কী?
উত্তর: কংক্রিট ও স্টিল।
৫. পদ্মা সেতুতে রোডওয়ে স্ল্যাব বসানো হয় কতটি?
উত্তর: ২,৯১৭টি।
৬. পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট কতটি?
উত্তর: ৪১৫টি।
৭. পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
৮. পদ্মা সেতুর নদীশাসন ব্যবস্থাপনায় কোন কোম্পানি ছিল?
উত্তর: সিনোহাইড্রো করপোরেশন, চীন।
৯. পদ্মা সেতুর নির্মাণ পরামর্শক কোন দেশ ছিল?
উত্তর: কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (KEC), দক্ষিণ কোরিয়া।
১০. পদ্মা সেতুর টোল আদায়কারী ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কী?
উত্তর: কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
১১. বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু।
১২. পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ কত মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়?
উত্তর: ১২২ মিটার।
১৩. পদ্মা সেতুর স্টিলের পাইলের ব্যাসার্ধ কত?
উত্তর: ৩ মিটার।
১৪. পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা কত?
উত্তর: ১০,০০০ টন।
১৫. পদ্মা সেতুর নদীশাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে কত ডলারের চুক্তি হয়?
উত্তর: ১১০ কোটি মার্কিন ডলার।
১৬. পদ্মা সেতু নির্মাণে দৃঢ়তা বৃদ্ধি এবং নদীর তলদেশে বহিঃভাবে শক্তি বৃদ্ধিকরণে বিশ্বে প্রথমবারের মতো কী ব্যবহার করা হয়?
উত্তর: ভার্টিক্যাল আরসিসি বোর্ড পাইলে গ্রাউটিং ইনজেক্ট স্কিন ফিকশন।
১৭. বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতুর নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু।
১৮. ট্রাস সেতুর বৈশিষ্ট্য কী?
উত্তর: বেশি ভারবাহী, নির্মাণ উপকরণের ব্যবহার, জটিলতা কম এবং নকশাও দৃষ্টিনন্দন।
১৯. পদ্মা সেতু চালু হলে কোন নৌরুটটি হারিয়ে যাবে?
উত্তর: মাওয়া নৌরুট।
২০. নিজেদের সক্ষমতার সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে কোনটি?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু।
লুৎফা বেগম, সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।