সাভারে সোহেল হোসেন (৩০) নামের এক রিকশাচালক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় সাভারের মধ্য রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানায়, সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেয়। সন্ধ্যায় রিকশার ওপরেই তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সোহেলকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মোকছেদুল বলেন, ‘আমি রাজাশন বাজারে ছিলাম। একটি ছেলে এসে বলে আমার ছেলে রিকশার ওপর পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলের পেট দিয়ে রক্ত ঝরছে।’
সাভার থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের কাজ শুরু হয়েছে।’