ইদানীং উচ্চমাধ্যমিকের পর বাইরে স্নাতক করার ইচ্ছা শিক্ষার্থীদের বেড়েই চলছে; বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার দিকে শিক্ষার্থীরা বেশি ঝুঁকছেন। কারণ এসব দেশে রয়েছে মানসম্মত শিক্ষার সামগ্রী এবং পড়া শেষে ভালো বেতনের চাকরির হাতছানি। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। ‘স্ট্যাম্প স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। এটি একটি মেরিট বেইজড স্কলারশিপ।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
অ্যাকাউন্টিং; বিজনেস স্টাডিজ; আর্ট; বায়োলজি; মেরিন সায়েন্স; স্পোর্টস সায়েন্স; সিভিল ইঞ্জিনিয়ারিং; কম্পিউটার সায়েন্স; হেলথ অ্যান্ড ফিটনেস; মেরিন ইঞ্জিনিয়ারিং; আর্কিটেকচার; মিউজিক; অ্যানথ্রোপলজি; বায়োকেমিস্ট্রি; বোটানি; কেমিস্ট্রি; ইকোনমিকস; ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং; নার্সিং।
সুযোগ-সুবিধা
শর্তাবলি
কমন অ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপ ধরে রাখার জন্য ন্যূনতম ৩.০০ সিজিপিএ রাখতে হবে।
প্রতি ফল সেমিস্টারে ন্যূনতম ১২ ক্রেডিট এবং স্প্রিংয়ে ন্যূনতম ২৪ ক্রেডিটের কোর্স শেষ করতে হবে। প্রতিবছর দুটি করে চার বছরে আটটি সেমিস্টার শেষ করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের একটি প্রবন্ধ লিখতে হবে। এরপর মৌখিকের জন্য ডাকা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ১ নভেম্বর ২০২৩।
সূত্র: বিজ্ঞপ্তি