হোম > ছাপা সংস্করণ

সেই হাতি নেওয়া হলো বগুড়ায়

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে তাণ্ডব চালানো সার্কাসের সেই হাতিটি নেওয়া হলো বগুড়ায় মালিকের বাড়িতে। গতকাল বুধবার দি লায়ন সার্কাস কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় ট্রাকে করে হাতিটি নিয়ে গেছে।

এর আগে গত সোমবার লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প ও পণ্য মেলায় শিকল ছিঁড়ে তাণ্ডব চালায় হাতিটি। গত মঙ্গলবার এটিকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণে আনার পর গতকাল বগুড়ার শেরপুরে সার্কাস মালিকের বাড়িতে নিয়ে যাওয়া হলো।

স্থানীয়রা জানান, হাতিটি পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে পড়েন শহরে। এ সময় বেশকিছু গাছপালা, কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ফসলের ক্ষতি করে। পরে মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করে। এ সময় একজন আহত হন। পরে সার্কাস দলের সদস্যরা ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে একটি বিলে নেমে পড়ে হাতিটি।

দি লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার জানান, হরমোনজনিত কারণে হাতিটি একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। এ কারণে শিকল ছিঁড়ে লোকালয়ে প্রবেশ দোকানপাট, গাছপালাসহ কিছু ফসলের ক্ষতি করে। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এসে হাতিটিকে অচেতন করে নিয়ন্ত্রণে আনে। ২৪ ঘণ্টা অচেতন ও বিশ্রামে থাকার পর গতকাল দুপুরে হাতিটিকে ট্রাকে করে শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিন দিনে হাতির চিকিৎসা বাবদ প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ