নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডোবা থেকে শিশুর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে খুলিটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই শিশুর খুলি ডোবার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয় ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেখান থেকে দ্রুত খুলিটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত শিশুর খুলি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। শিশুটির দেহের বাকি অংশ ডোবায় খুঁজে পাওয়া যায়নি। আমরা খুলিটি সুরতহাল করতে পাঠিয়েছি। সেখান থেকে আসা রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সুরতহালের আগেই কোনো সূত্র পেলে ব্যবস্থা নেব।