হোম > ছাপা সংস্করণ

হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে রাজু হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তখলপুর গ্রামে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নিহত রাজুর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মেধাবী ছাত্র রাজু হত্যার আসামিদের ফাঁসির দাবিতে শত গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আক্তার শেখের একমাত্র ছেলে রাজু (২২) মারা যান। গত মঙ্গলবার নিহত রাজুর পিতা আক্তার শেখ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরই মধ্যে পুলিশ মামলার অন্যতম আসামি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবী আসামিদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি মসিয়ার রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত জেল গেটে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নিহতের পিতা আক্তার শেখ কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে দাউদ, ফারুক, বাশী বিশ্বাস, রাসেদ, খলিল, লাল্টুসহ যারা আমার সন্তানকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।

নিহত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাঁদের ফাঁসি চাই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ