হোম > ছাপা সংস্করণ

সরকারি খালে বিষ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ক্যাচক্যাচিয়া খালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আক্কেল দেওয়ানের ছেলে জামাল দেওয়ান (৩০) ও রাজ্জাক মৃধার ছেলে মামুন মৃধা (২২) এর সঙ্গে জড়িত বলে ধারণা করছেন অনেকে। বিষাক্ত ওষুধ দিয়ে সকালে মাছ ধরার সময় জনতার ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশের অবসরপ্রাপ্ত এস‌আই গোলাম মোস্তফা হাওলাদার বলেন, ‘আমার দুটি পুকুরের সঙ্গে মাটির নিচ দিয়ে খালের সংযোগ রয়েছে। তাতে বিষাক্ত পানি ঢুকে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।’

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান ফোরকান বলেন, সরকারি খালে বিষ প্রয়োগে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এতে খালের বিষাক্ত পানি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবন রয়েছে।

স্থানীয় মুনসুর হাওলাদার, অব. চৌকিদার নজরুল ইসলাম ও মাও.হাবিবুর রহমান খালে বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনায় জামাল ও মামুনকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দুমকি থানার ওসি আব্দুস সালাম জানান, বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ