নোয়াখালীর সেনবাগে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য শাহেনা আক্তারকে (৪০) মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার তিনি সেনবাগ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।
শাহেনা আক্তার বলেন, ‘আমাদের বসত ঘরের সামনে ওয়ারিশ সুত্রে পাওয়া জায়গার একটি গাছ থেকে নারিকেল পাড়তে যাই। এ সময় প্রতিপক্ষ ওমর ফারুক (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা ইয়াসমিন অকথ্য ভাষায় গালি দেন। পরে ওমর ফারুক আমাদের সীমানার নারিকেল গাছসহ কিছু জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে কাঠ দিয়ে আঘাত করেন এবং আসবাবপত্রসহ একটি টয়লেট ভাঙচুর করেন। আমাকে প্রাণনাশের হুমকি দেন ফারুক।’
অভিযুক্ত ওমর ফারুক ও তাঁর স্ত্রী নিলুফা ইয়াসমিন ভাঙচুরের ঘটনা স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেন।
সেনবাগ থানার এসআই মো. নুর হোসেন বলেন, দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ফারুক আরও দুবার গ্রেপ্তার হয়েছিলেন।