ময়মনসিংহ প্রতিনিধি
সিনিয়র সিটিজেনরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, তাঁদের ভূমিকার কারণেই আজ আমরা বর্তমান অবস্থায় আসতে পেরেছি। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেছেন। তাঁদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ও উন্নয়নে এটা বর্তমান সরকারের অসামান্য অবদান।