চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত দুজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্র জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাঁশখালী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এস এম তোফায়েল বিন হোছাইন ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অপরদিকে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে রুজিয়া আকতার, হামিদা বেগম, সেতারা বেগম, শামীমা আক্তার ৪,৫ ও ৬ ওয়ার্ডে রোজিয়া সুলতানা, উষা রানী রুদ্র, রিয়া আক্তার, বেবী তালুকদার ৭,৮ ও ৯ ওয়ার্ডে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর নারগিস আক্তার, ছাদেকা নুর খানম বিউটি, রুপালি দাশ ও করিমা আক্তার।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, বাঁশখালীতে ২৬ হাজার ৯৮০ জন ভোটার রয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর। যাচাইবাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।