১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের ঝিকরগাছার এগারো ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত ২৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করেছেন।
এর মধ্যে স্থানীয় সাংসদের ছোট ভাইও আছেন। মনোনয়ন দাখিলের পরে তাঁরা গণসংযোগেও নেমে পড়েছেন জোরেশোরে। বিষয়টি নিয়ে আজ বুধবার উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা ডেকেছে।
উপজেলার মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। স্বতন্ত্র হিসেবে চারজন মনোনয়ন জমা দিয়েছেন।
তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান সাংসদের ছোট ভাই এ কে এম গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, আওয়ামী লীগ নেতা রেফেজ উদ্দিন ও ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
মাগুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব) ডাক্তার নাসির উদ্দীনের ছোট ভাই এ কে এম গিয়াস উদ্দিন বলেন, ‘ব্যাপক সাড়া পাচ্ছি। গণসংযোগ করছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বলেন, ‘যারা নৌকা পেয়েছেন তাঁদের পক্ষে দলের সব লোককে কাজ করতে হবে। দলে থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন না।’