১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের (চুয়েট) হল খুলে দেওয়া হবে। সশরীরে ক্লাস শুরু ৫ ডিসেম্বর থেকে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
হলে ওঠার জন্য শিক্ষার্থীকে করোনার টিকার ন্যূনতম একটি ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকার কোনো ডোজ নেননি তাঁরা হলে উঠতে পারবেন না।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর থেকে শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়। যেসব ব্যাচের পরীক্ষা আগামী ২৮ নভেম্বর শেষ হবে তাঁরা ১ ডিসেম্বর, যাঁদের ২৯ নভেম্বর শেষ হবে তাঁরা ২ ডিসেম্বর ও যাঁদের ৩০ নভেম্বর শেষ হবে তাঁরা ৩ ডিসেম্বর হলে উঠতে পারবেন।